ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুজাহিদ-সাকার মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি বোয়াফের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
মুজাহিদ-সাকার মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি বোয়াফের

ঢাকা: যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে তাদের মরদেহ পাকিস্তানে পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

শুক্রবার (২০ নভেম্বর) সংগঠনের প্রচার সম্পাদক ব্লগার রফিকুল ইসলাম রাকিবের পাঠানো এক বার্তায় এ দাবি করেন বোয়াফের সভাপতি কবীর চৌধুরী তন্ময়।



বার্তায় তন্ময় বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে সাকা-মুজাহিদ যে মাটির স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যে সার্বভৌমের শ্রেষ্ঠ সন্তানদের গণহত্যা করেছেন, যে জাতির মেরুদণ্ড ধ্বংস করার জন্য অত্যাচার-নির্যাতন ও অগ্নিসংযোগ ঘটিয়েছেন, সেই মাটিতে কোনোক্রমেই তাদের মরদেহ দাফন করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ সম্ভ্রম হারানো নারী মুক্তিযোদ্ধাদের অর্জিত বাংলার পবিত্র মাটিকে অপবিত্রতার হাত থেকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল ব্যক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ করে এ প্রজন্ম তা প্রতিহত করবে।

বোয়াফ সভাপতি বলেন, চট্টগ্রাম ও ফরিদপুরবাসী, আপনারা শহীদদের উত্তরসূরী হয়ে এই মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী-আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহ দাফন কাজে প্রতিরোধ গড়ে তুলোন। তাদের মরদেহ পাকিস্তান পাঠিয়ে দিন কিংবা বঙ্গোপসাগরে ফেলে দিন।

এছাড়া, ফাঁসির রায় কার্যকরের পরক্ষণেই ‘এ প্রজন্মের আহবান, সাকা-মুজাহিদের লাশ যাবে পাকিস্তান’ স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে বোয়াফ অবস্থান করবে বলেও জানানো হয় বার্তায়।
 
এই অবস্থান কর্মসূচিতে স্বাধীনতার স্বপক্ষের সব সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।