ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে অটোরিকশা উল্টে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
হোসেনপুরে অটোরিকশা উল্টে স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে মীম আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার দ্বীপেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
মীম উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। সে উত্তর চরপুমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
 
স্থানীয়রা জানায়, দুপুরে মীম দাদীর সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশা করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে দ্বীপেশ্বর এলাকায় অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে মীম ঘটনাস্থলেই মারা যায়।
 
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।