ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর-ফেনী সড়কে যমুনা বাস সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
লক্ষ্মীপুর-ফেনী সড়কে যমুনা বাস সার্ভিস

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-ফেনী সড়কে যাত্রী সেবার অঙ্গীকার নিয়ে যমুনা ক্লাসিক্যাল বাস সার্ভিসের যাত্রা শুরু হয়ছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাস টার্মিনালে যমুনা বাস সার্ভিসের উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান।



এ সময় লক্ষ্মীপুর বাস মালিক সমিতির সভাপতি নূরনবী চৌধুরীরর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. শাহজাহান  প্রমুখ।

রাস্তায় গাড়ির গতি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিযোগিতা না করে, যাত্রীসেবা বৃদ্ধির প্রতিযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর-ফেনী রোডে বাস সার্ভিস না থাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অনুরোধে যমুনা বাস সার্ভিস চালু করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।