ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল: বরিশালে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহানগরের নথুল্লাবাদ বাস ডিপোর সামনে থেকে তাকে আটক করা হয়।



আটক জাকির পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
 
জানা গেছে, জাকির কুমিল্লা থেকে গাঁজা নিয়ে বিক্রির জন্য বরিশালে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এপিবিএন পরিদর্শক আলী আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।