ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কে কী বললো দেখার সময় নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
কে কী বললো দেখার সময় নেই ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধের বিচার নিয়ে কে কী বললো এটা দেখার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশ জাতি হিসেবে যে লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছে, সে লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত পেছনে তাকানোর কিছু নেই।



শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা বলেন। ন্যুরেমবার্গ ট্রায়ালের সত্তর বছর পূর্তি উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘যুদ্ধাপরাধের বিচার: ন্যুরেমবার্গ থেকে ঢাকা’ শীর্ষক এ সভার আয়োজন করে।

যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য প্রসঙ্গে ওই প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার পরিচালনা করছে তা আপনারা দেখছেন। তবে আন্তর্জাতিক রাজনীতির অনেক বিষয় থাকে, ইস্যু থাকে। বিশেষত যাদের ফাঁসি হয়েছে, ফাঁসির রায় হয়েছে, তারা বাইরে লবিস্ট নিয়োগ করেছে। এগুলো তারই ফলাফল।

তিনি বলেন, বাংলাদেশের ষোলো কোটি মানুষ যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে ঐক্যবদ্ধ। তাই এ বিষয়ে সরকার বিচলিত নয়।

শাহরিয়ার আলম বলেন, বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মহলের বক্তব্যে প্রয়োজন অনুযায়ী কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার। প্রয়োজন হলে এ বিষয়েও প্রতিবাদ জানানো হবে।

এ সময় তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যে সরকারের প্রতিবাদের বিষয়টিও তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এইচআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।