ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই বোতল হুইস্কিসহ আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
সিলেটে দুই বোতল হুইস্কিসহ আটক ১০

সিলেট: সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় দুই বোতল হুইস্কিসহ ১০ যুবককে আটক করেছে র‌্যাব। পরে তাদের নগরীর জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়।



শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

আটকেরা হলেন গৌতম রয় (২৫), পঙ্কজ ভট্টাচার্য ২৪), উজ্জ্বল বণিক (২৫), জয় দত্ত (২৬), সঞ্জয় কুমার দে (২৫), জনি পাল রাহুল (২৫), নারায়ণ আচার্য (২৫), অভিজিৎ চৌধুরী (২৬), সঞ্জয় দাস (২৪) ও বাবুল মিয়া (২২)।

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এনইউ/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।