ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ব্যবসায়ী হারুনের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ফরিদপুরে ব্যবসায়ী হারুনের দাফন সম্পন্ন

ফরিদপুর: ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হারুন অর রশিদের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব শহরের অম্বিকা ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।



জানাজায় সাবেক মন্ত্রী বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, প্রকৌশলী শহীদুল হাসান, অধ্যাপক মোহম্মদ শাহজাহানসহ ফরিদপুরের নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

ফরিদপুর আরোগ্য সদন হাসপাতালের পরিচালক ও তিতুমীর বাজার সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে ফরিদপুরে ফেরার পথে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান হারুন।

এ ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্স চালক রাজু শেখেরও (২২) মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।