ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৮৪৯ পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ৮৪৯ পিস ইয়াবাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোযেন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ৮৪৯ পিস ইয়াবাসহ মোসফিকুর রহমান লুটু(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া-বারিক বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।



মোসফিকুর রহমান লুটু শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়ার ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত. মজিদ আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাইপুখুরিয়া-বারিক বাজার এলাকায় অভিযান চালিয়ে মোসফিকুর রহমান লুটুকে ৮৪৯ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি অলক বিশ্বাস বাংলানিউজকে জানান, আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।