ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
হরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে দু’টি থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে মমিনা আখতার (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ‍আরো ৪ যাত্রী।

আহতদের মধ্যে দু’জনের আবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ওই উপজেলার পাহারগাঁওয়ের চড়ুঙ্গী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনার বাড়ি ডামল চড়ঙ্গী বাজার গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দু’টি থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মমিনা আখতার মারা যান। আহতদের মধ্যে ফানজিকা রায় (৪০) ও দুলালের (৪৫) অবস্থা অশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

হরিপুর থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।