ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানতে কারাগারে দুই ম্যাজিস্ট্রেট

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানতে কারাগারে দুই ম্যাজিস্ট্রেট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত একাত্তরের আলবদর প্রধান মুজাহিদ ও চট্টগ্রাম অঞ্চলের নৃশংসতম যুদ্ধাপরাধের হোতা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন দু’জন ম্যাজিস্ট্রেট।

দেশের এই দুই শীর্ষ দুই যুদ্ধাপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের সব প্রস্তুতি শেষের পথে।

এর মধ্যেই কারাগারের ভেতরে ম্যাজিস্ট্রেটের প্রবেশ সেটিকে আরও একধাপ এগিয়ে নিল।

শনিবার (২১ নভেম্বর) সকাল দশটার দিকে কারাগারের ভেতরে ঢুকেছেন ঢাকা জেলা প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেট মুশফিক ও তানভির। তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানতে মুজাহিদ ও সাকা চৌধুরীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে কারাসূত্র।

ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কারা কর্তৃপক্ষের হয়ে কথা বলতে গেছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলম ও ডেপুটি জেলার শিরিন আক্তার।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা থেকেই প্রস্তুত হয়ে আছে ফাঁসির মঞ্চ। আবুল, হজরত, মাসুদ, ইকবাল, রাজু, শাহজাহান ও মুক্তার নামের সাতজন জল্লাদকেও প্রস্তুত রেখেছে কারা কর্তৃপক্ষ যারা ফাঁসির আগে-পরে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

এর আগে শুক্রবার দুপুরেই কারাগারে চলে গেছে ফাঁসি কার্যকরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ। ফাঁসিতে ঝোলানোর জন্য স্বাস্থ্যগত পরীক্ষাও (মেডিকেল চেকআপ) সম্পন্ন হয়ে গেছে দু’জনের।

তবে ফাঁসির আগে সর্বশেষ সুযোগ হিসেবে মুজাহিদ ও সাকা চৌধুরীর সামনে থাকা অপরাধ স্বীকার করে ও প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টি নিয়ে কালক্ষেপণ করছেন তারা। ইতোমধ্যেই প্রাণভিক্ষা চাইবেন কি-না, তাদের কাছে দু’বার জানতে চেয়েছে কারা কর্তৃপক্ষ। তারা পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন বলে উল্লেখ করেছেন, যদিও চূড়ান্ত এ ক্ষণে সে ধরনের কোনো সুযোগ নেই আইনে।

এ অবস্থায় তৃতীয়বারের মতো প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানতে ম্যাজিস্ট্রেটদের পাঠিয়েছে প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এএসআর

** ‘কিউসি রেসিডেন্স’ থেকে বের হয়েছেন সাকার স্ত্রী-সন্তানরা
** মঞ্চ প্রস্তুত, মৃত্যুদণ্ড কার্যকরে থাকছেন যে ৭ জন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।