ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
রাজধানীতে বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিজয় সরণি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সোনিয়া আক্তার (২২) নামে এক নারী পোশাক শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।



পরে স্থানীয়রা আহত অবস্থায় সোনিয়াকে উদ্ধার করে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় সোনিয়া মাথায় ও ঘাড়ে আঘত পেয়েছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিসৎকের বরাত দিয়ে তিনি জানান, আহত সোনিয়া এখন আশঙ্কামুক্ত।

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এনএইচএফ/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।