ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে হঠাৎ অসুস্থ বাবর, ঢাকায় আনা হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কারাগারে হঠাৎ অসুস্থ বাবর, ঢাকায় আনা হচ্ছে ফাইল ফটো

গাজীপুর: কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।



কাশিমপুর কারাগারের পার্ট-১ এর জেল সুপার সুব্রত বালা জানান, কারাগারে হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হতে পারে বলেও জানান জেল সুপার।

এর আগে ১৬ নভেম্বর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বাবরের। আদালতের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।