ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: প্রতীকী

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া পাখি পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।



শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা পুলিশের গোয়েন্দা কর্মকর্তা অজয় চন্দ্র দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগ্রামী দুটি যাত্রীবাহী বাস, একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ  সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।