ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘কিউসি রেসিডেন্স’ থেকে বের হয়েছেন সাকার স্ত্রী-সন্তানরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
‘কিউসি রেসিডেন্স’ থেকে বের হয়েছেন সাকার স্ত্রী-সন্তানরা

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ধানমণ্ডির ‘কিউসি রেসিডেন্স’ থেকে বের হয়েছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং দুই পুত্র হুম্মাম ও ফাইয়াজ কাদের চৌধুরী।

শনিবার (২১ নভেম্বর) পৃথক দু’টি গাড়িতে করে বাড়ি থেকে বের হয়ে যান তারা।



প্রথমে ফারহাত কাদের চৌধুরী ও ফাইয়াজ কাদেরের বের হওয়ার কিছুক্ষণ পর গাড়িতে করে বের হন সাকার অন্য ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

তবে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে যাচ্ছেন কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
আরইউ/আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।