ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের দাবিতে আশুলিয়ায় অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকরের দাবিতে আশুলিয়ায় অবস্থান সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) ফাঁসি কার্যকরের দাবিতে আশুলিয়ায় অবস্থান নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বাইপাইল মোড়ের সড়কের পাশে এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



তারা দ্রুত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দু’জনের ফাঁসি কার্যকরের দাবি জানান।

এ সময় ওই এলাকায় মাঝারি ধরনের যানজট সৃষ্টি হয়। এর মধ্যে সড়কের ওপর একটি ট্রাকের টায়ার পাংচার হলে যানজট আরও তীব্র আকার ধারণ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির নেতাকর্মীদের সড়কের পাশে অবস্থান কর্মসূচির বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ টিটু বাংলানিউজকে জানান, যুদ্ধাপরাধী সাকা ও মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়া না পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫/ আপডেট: ১৩১০ ঘণ্টা

এসএইচএন/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।