ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বাগেরহাটে স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে কাওসার শেখ (৪০) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলার খলসিখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বাগেরহাট থানা পুলিশ।



কাওসার শেখ বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেমরতা গ্রামের বাসিন্দা। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ১২ নভেম্বর দিনগত রাতে নিজ বাড়িতে স্ত্রী মিনা বেগমকে (৩৪) যৌতুকের দাবিতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

এঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাগেরহাট মডেল থানায় কনস্টেবল কাওসারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাবুবুর রহমান বাংলানিউজকে জানান, ওই ঘটনার পর পুলিশ কনস্টেবল কাওসার শেখ কর্মস্থল গোপালগঞ্জে যোগদান না করে আত্মগোপনে যায়। এরপর থেকে পুলিশের একাধিক দল তাকে গ্রেফতারে অভিযান শুরু করে।

কিন্তু গ্রেফতার এড়াতে খুলনা, যশোর, ঢাকাসহ বিভিন্ন স্থান ঘুরে বার বার অবস্থান পরিবর্তন করছিলের তিনি। আধুনিক তথ্য প্রযুক্তির (মোবাইল কল ট্রাকিং) ব্যবহার করে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে সুন্দরবন সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি সুন্দরবনে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে পুলিশ কর্মকর্তা দাবি করেন।

বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহামান খান বাংলানিউজকে জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার কাওসার শেখকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।