ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন ছবি: বাংলানিউজটোযেন্টিফোর.কম

সাভার (ঢাকা): ‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দিবো জীবন ভরি’ এই স্লোগানকে ধারণ করে ঢাকা জেলা পুলিশ ও লায়নস ক্লাব অব ঢাকা লিবার্টি’র উদ্যোগে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার ট্রাক টার্মিনালে এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান।



পরে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সুপার হাবিবুর রহমান মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হাজী রকিব আহমেদ, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অ্যাডভোকেট বশির আহমেদ, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।