ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে রোধে বাংলাদেশের উদ্যোগ সমর্থন করে জার্মানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বাল্যবিয়ে রোধে বাংলাদেশের উদ্যোগ সমর্থন করে জার্মানি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজ বলেছেন, বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলনে বাংলাদেশের উদ্যোগকে জার্মান সরকার সমর্থন করে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ মাঠে ‘বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম ও বিবাহ নিবন্ধন কার্যক্রমে তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



জার্মার রাষ্ট্রদূত বলেন, একটি দেশের উন্নয়নের জন্য স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষার কোনো বিকল্প নেই। আর এই শিক্ষা ছেলে-মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। তাই প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব।

তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করে বলেন, খুব শিগগিরই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।

বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) যৌথ উদ্যেগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

অনুষ্ঠানে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রতিনিধি ব্রিজিত ফ্রিলস, সংসদ সদস্য ফরহাদ হোসেন, পীর ফজলুর রহমান মিসবাহ, রিফাত আমিন, নারী সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম, সাবিনা আক্তার তুহিন, নুরজাহান বেগম, ফজিলাতুন নেছা বাপ্পি, ওয়াসিকা আয়শা খান, সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ কর্মশালায় ১৩০ জন জনপ্রতিনিধি, সংবাদকর্মী,  মসজিদের ইমাম, কাজী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া হাট মাঠে বাল্যবিয়ে রোধ বিষয়ে রচনা প্রতিযোগিতা, বাল্যবিয়ে অস্বীকারকারী মেয়ে ও অভিভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।