ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে দু’দিনব্যাপী ‘জব ফেয়ার’

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
রাবিতে দু’দিনব্যাপী ‘জব ফেয়ার’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে তৃতীয় বারের মতো দু’দিনব্যাপী ‘তৃতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৫’ শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



এসময় আরইউসিসির সভাপতি সালেক আহমেদ সজীবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আমজাদ হোসেন প্রমুখ। এরপর অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের সহায়তায় আরইউসিসির এ জব ফেয়ারে দেশের স্বনামধন্য প্রায় ২০টি কোম্পানি অংশ নিয়েছে।

কোম্পানিসমূহ সরাসরি সিভি (জীবন বৃত্তান্ত) সংগ্রহ, বাছাই এবং ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে কোম্পানিসমূহ সিভি সংগ্রহ, বাছাই, ইন্টারভিউ গ্রহণ, অন স্পট চাকরির অফার এবং পরবর্তীতে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের নিয়োগ দিবে।

এছাড়াও জব ফেয়ার উপলক্ষে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ৯টি সেমিনার আয়োজন করা হয়েছে।

সেমিনারগুলো বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শনিবার ও রোববার অনুষ্ঠিত হবে।

সেমিনারে বিভিন্ন ক্ষেত্রে চাকরির বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য, প্রস্তুতির উপায় এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে বিভিন্ন কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রোববার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে এ ফেয়ার।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।