ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারাফটকে মুজাহিদের আইনজীবী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কারাফটকে মুজাহিদের আইনজীবী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির অপেক্ষায় থাকা জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের আইনজীবী এস এম কাজী তামিম তার সঙ্গে দেখা করার অনুমতি চাইতে বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে অবস্থান করছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ৫টার দিকে তিনি কারাফটকে পৌঁছান।



আইনজীবী এস এম কাজী তামিম বলেন, সাক্ষাতের আবেদন নিয়েই তিনি কারাফটকে এসেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, আমরা তার সঙ্গে (মুজাহিদ) দেখা করার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এনএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।