ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘বিদেশে মানব সম্পদ রপ্তানির চেষ্টা অব্যাহত আছে’

সিনিয়র স্পেশ্যাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
‘বিদেশে মানব সম্পদ রপ্তানির চেষ্টা অব্যাহত আছে’ রাশেদ খান মেনন / ফাইল ফটো

ঢাকা: দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার আরো মানব সম্পদ বিদেশে পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে “এ নিউ এরা ইন ইওএসএইচ ইন বাংলাদেশ” শীর্ষক পরিবেশ ও পেশাগত নিরাপত্তা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঢাকা কমিউনিটি হসপিটাল ও ইন্টারন্যাশনাল সোস্যাল সিকিউরিটি এ সম্মেলনের আয়োজন করে।

মন্ত্রী বলেন, দেশের গার্মেন্টস শিল্প এখন অনেক নিরাপদ। রানা প্লাজার ট্র্যাজেডির পর থেকে সরকার এ শিল্পে সর্বাধিক কর্ম নিরাপত্তা দিতে কাজ করছে। কর্মক্ষেত্রে সুন্দর পরিবেশ গড়তে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, মহাজোট নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রতিটি কাজ গুরুত্বের সাথে সম্পন্ন করছে। যে কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি অতীতের যে কোন সময়ের চেয়ে উজ্জ্বল।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমএম/এইচআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।