ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাণভিক্ষা চাওয়‍ার বিষয়টি জানে না সাকার পরিবার!

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
প্রাণভিক্ষা চাওয়‍ার বিষয়টি জানে না সাকার পরিবার! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড‍প্রাপ্ত সাল‍াউদ্দিন কাদের (সাকা) চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী। তিনি ও তার পরিবার বিশ্বাসও করেন না যে, সাকা চৌধুরী প্রাণভিক্ষা চাইতে পারেন।



শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে এরপর কারা এলাকা ত্যাগ করেন ফাইয়াজ ও সাকার দুই আইনজীবী।

সাংবাদিকদের ফাইয়াজ কাদের চৌধুরী বলেন, ‘আমার বাবা (সাকা চৌধুরী) মার্সি পিটিশন করছেন কি-না তা নিয়ে আমার কনফিউশন রয়েছে। বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখানে (ঢাকা কেন্দ্রীয় কারাগার) এসেছিলাম। কারা কর্তৃপক্ষ আমাদের ডাকেনি; নিজ থেকেই এখানে এসেছি। কিন্তু তারা ঢুকতে না দেওয়ায় ফিরে যাচ্ছি।

এর আগে তিনি কারা ফটকে এসে বলেছিলেন, ‘আমরা কারাগারে তার (সাকা চৌধ‍ুরী) সঙ্গে দেখা করার অনুমতি চাইবো, এরপর তার সঙ্গে কথা বলে বিষয়টি পুরোপুরি জানবো। ’ এ সময় সাকা চৌধুরীর দুই আইনজীবীও উপস্থিত ছিলেন কারাফটকে।

এর আগে শনিবার দুপুরে একাত্তরের যুদ্ধাপরাধের কথা স্বীকার করে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান।

পরে প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় কারা কর্তৃপক্ষ। যদিও সাকার পরিবার বিষয়টি জানে না বলে নানা ধরনের বক্তব্য দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এনএ/এজেডএস/এসজেএ/এসএস/এমএ/এএসআর

** এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় সাকার পরিবার!
** দ্বিতীয়দিনের মতো প্রশিক্ষণ নিলেন সাত জল্লাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।