ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারের সামনে তিন স্তরের নিরাপত্তা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কারাগারের সামনে তিন স্তরের নিরাপত্তা ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগে থেকেই কারা এলাকায় নিরাপত্তা ছিল জোরদার, তবে বিকেল থেকে আরও বাড়ানো হয়েছে বলে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মফিজউদ্দিন আহমেদ।



তিনি শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে জানান, হঠাৎ করেই অতিরিক্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা ছিল, কিন্তু এখন তা তিন স্তরে আনা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যান চলাচলও।

নিরাপত্তা ব্যবস্থায় প্রথম সারিতে রয়েছে পুলিশ বাহিনী, দ্বিতীয় সারিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), তৃতীয় সারিতে কারারক্ষী বাহিনী।

কারাগারের সামনের সড়কের যানচলাচলও বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারের বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েছেন।

এদিকে, কারা একটি সূত্র জানিয়েছে, ফাঁসির পূর্বে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়- সে রকম ব্যবস্থাই এখানে নেওয়া হয়েছে।

এছাড়া সন্দেহভাজন পথচারীদের দেহ ও ব্যাগ তল্লাশি করছে পুলিশ। অতিরিক্ত র‌্যাব ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএস/এজেডএস/এনএ/এসজেএ/আইএ

** ‘প্রাণভিক্ষার আবেদনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।