ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বাগেরহাটে মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখার ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



তবে, সাংগঠনিক সিদ্ধান্ত নিতে না পারায় শনিবারের সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করতে পারেনি নেতারা।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মালেকা বানু এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রাখী দাশ পুরাকায়স্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মালেকা বানু বলেন, ধারাবাহিক আন্দোলনের ভেতর দিয়ে আজকের বাংলাদেশে নারী সমাজ নারী অধিকার প্রতিষ্ঠার যে পর্যায়ে উত্তীর্ণ হয়েছে সেটি শেষ কথা না। নারীর আজকের অর্জন জাতীয়ভাবে দেশের অবস্থার উন্নয়নে হয়তো ভূমিকা রাখছে, কিন্তু তার ব্যক্তিগত অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত প্রকৃত নারী অধিকার অর্জিত হবে না।

নারী সমাজকে তার অর্থনৈতিক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা অর্জন করতে হবে।

পরিবারে তার অবস্থা ও অবস্থানের উন্নতি ঘটাতে হবে।

বাগেরহাটের গ্রামীণ নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে, নারীর মানবাধিকার সমুন্নত রাখতে এবং পারিবারিক ও ব্যক্তিগত পর্যায়ে তার ব্যক্তি স্বাধীনতাবোধ সৃষ্টি করতে মহিলা পরিষদের কর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

১২তম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাহানারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা অনুষ্ঠান পর্বে অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ ও সাংবাদিক আহাদ হায়দার।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মহিলা পরিষদ বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট পারভীন আহমেদ।

এর আগে সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন যথাক্রমে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মালেকা বানু ও জেলা কমিটির বিদায়ী সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার। পরে তারা কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন এবং র‌্যালি করে শহরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে ঢাকা থেকে আসা নেতারা সমিতির স্থানীয় কাউন্সিলরদের নিয়ে কাউন্সিল অধিবেশনে বসেন।

সন্ধ্যায় বিদায়ী কমিটির যুগ্ম-সম্পাদক পারভীন আহমেদ সাংবাদিকদের জানান, রোববার আনুষ্ঠানিকভাবে মহিলা সমিতি বাগেরহাট জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।