ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারা ফটকে সাকা-মুজাহিদের পরিবার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কারা ফটকে সাকা-মুজাহিদের পরিবার

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। রাত ঠিক নয়টার সময় সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের বহনকারী ৪টি গাড়ি পৌঁছায়।

১৫-১৬ জনের মতো পরিবারের সদস্য ওই গাড়িগুলোতে কারা ফটকে আসেন।

এর প্রায় ১৫ মিনিট পরে সেখানে পৌঁছায় আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারও।

সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে হুম্মাম ও ফাইয়াজ কাদের চৌধুরীসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

মুজাহিদের পরিবারেও রয়েছেন তার স্ত্রী-ছেলে সহ অন্যরা

পৌঁছানোর পরপরই তাদের অনুসন্ধান কক্ষে বসতে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।