ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে মুজাহিদের পরিবার, বের হয়েছে সাকার পরিবার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কারাগারে মুজাহিদের পরিবার, বের হয়েছে সাকার পরিবার

ঢাকা: শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১১টার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। এরপর রাত ঠিক ১১টায় ভেতরে প্রবেশ করে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারের সদস্যরা।



মুজাহিদের স্ত্রী তামান্না-ই জাহান, দুই ছেলেসহ পরিবারের সদস্যরা ভেতরে ঢোকার সুযোগ পেয়েছেন। এটাই হতে যাচ্ছে মুজাহিদের সঙ্গে তাদের শেষ দেখা।

পরিবার জানায় তারা ২৫ জন ভেতরে ঢোকার আবেদন করেন।

এর আগে রাত সোয়া নয়টার দিকে মুজাহিদের পরিবারের সদস্যরা কারা ফটকে পৌঁছান।



এছাড়া রাত ৯টা ৩৫ মিনিটে কারাগারের ভেতরে ঢোকে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা। তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে হুম্মাম ও ফাইয়াজ কাদের চৌধুরীসহ পরিবারের ১৮ সদস্য ভেতরে ঢোকার সুযোগ পান। এসেছিলেন ৩৫ জন। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তারা বেরিয়ে আসেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রক্রিয়া চলছে বলেই জানিয়েছে দায়িত্বশীল সূত্রগুলো। তারই ধারাবাহিকতায় শেষ দেখা করার জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসকে/আরএম/এডিএ/এজেডএস/এনএ/এজেএ/আইএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।