ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ফেরিঘাটসহ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
শিমুলিয়া ফেরিঘাটসহ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন

মুন্সীগঞ্জ: মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বাস্তবায়নকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাতেই ফাঁসির হবে এমন খবরে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এসব স্থানে পুলিশী টহল জোরদার করা হয়।



তবে, আদালতের দেওয়া রায় কার্যকর হওয়ার পর মুজাহিদের মরদেহ ফরিদপুরের নিজ গ্রামে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট হয়ে নেওয়া হবে কি না- এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি মুন্সীগঞ্জ জেলা পুলিশ।

এরপরও ঢাকা-মাওয়া মহাসড়ক পথে নেওয়ার নির্দেশনা আসতে পারে এমন ধারণায় মুন্সীগঞ্জ পুলিশ বিভাগ প্রস্তুত রয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার রাত পৌনে ১০টার দিকে বাংলানিউজকে বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে আলী আহসান মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বাস্তবায়নকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে সে লক্ষে জেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক ও জেলার অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সে সঙ্গে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫ 
এমজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।