ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুজাহিদ-সাকার মৃত্যুদণ্ড পর্যায়ক্রমে কার্যকর হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
মুজাহিদ-সাকার মৃত্যুদণ্ড পর্যায়ক্রমে কার্যকর হবে আসাদুজ্জামান খান কামাল / ফাইল ফটো

ঢাকা: সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড পর্যায়ক্রমে কার্যকর করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেব। তারপরের কাজ পরিবার করবে।



এর আগে শনিবার রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এ অবস্থায় সাবির্ক পরিস্থিতি ব্যাখ্যা করতে শনিবার রাত পৌনে এগারোটার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
জেডএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।