ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ১ নং ঘাটে প্রস্তুত ফেরি ‘কুসুমকলি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
শিমুলিয়া ১ নং ঘাটে প্রস্তুত ফেরি ‘কুসুমকলি’ ফাইল ফটো

মুন্সীগঞ্জ: মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের মরদেহ ফরিদপুরে নেওয়ার জন্য শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নেওয়া হতে পারে -এমন ধারণা করে শিমুলিয়া ১ নম্বর ঘাটে প্রস্তুত রাখা হয়েছে কুসুমকলি নামে একটি ফেরি।

তবে, মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা-মাওয়া মহসড়ক হয়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নেওয়া হবে কি না- তা এখনও নিশ্চিত নয় বিআইডব্লিউটসির শিমুলিয়া কর্তৃপক্ষ।



বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মুজাহিদের মরদেহ ফরিদপুরের পশ্চিম খাবাসপুর গ্রামের বাড়িতে দাফন করা হবে। প্রাথমিকভাবে প্রস্তুত থাকতে বলায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স পারের জন্য সম্ভাব্য প্রস্তুতি নিয়ে রেখেছে বিআইডব্লিউটিসি।

এছাড়া, ঘাট এলাকায় মোতয়েন করা পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কড়া নজরদারি করছেন। এ কারণে ঘাট এলাকায় মানুষের উপস্থিতি খুব কম।

তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় পর রাত দেড়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স নেওয়া হবে কি না সে বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তারপরও ফেরি ‘কুসুমকলি’ শিমুলিয়া এক নম্বর ঘাটে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটসির শিমুলিয়া ঘাট সুপার সাফায়েত হোসেন।

তিনি জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট ও পাটুরিয়া-দৌলতদিয়া -দু’টি ঘাটেই পারাপারের জন্য ফেরি প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।