ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ৪ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
সুন্দরগঞ্জে ৪ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ছামিউল ইসলাম (২৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত পৌনে ৮টার দিকে উপজেলার ছাইতান তলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



ছামিউল উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতান তলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসের বাংলানিউজকে বলেন, ছামিউল চার পুলিশ সদস্য হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। গোপন খবর পেয়ে ছাইতন তলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  

রোববার আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর উপজেলা জুড়ে তাণ্ডব চালায় দলের নেতাকর্মী ও সমর্থকরা। ওই দিন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।