ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের সীমান্ত থেকে মুজাহিদের মরদেহ গ্রহণ করেছে প্রশাসন

রেজাউল করিম বিপুল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফরিদপুরের সীমান্ত থেকে মুজাহিদের মরদেহ গ্রহণ করেছে প্রশাসন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহ ফরিদপুর-রাজবাড়ী সীমান্ত বসন্তপুর সাইনবোর্ড এলাকা থেকে গ্রহণ করেছে ফরিদপুর জেলা প্রশাসন।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা ৫৮ মিনিটের দিকে মরদেহ রাজবাড়ী প্রশাসনের কাছ থেকে গ্রহণ করা হয়।



এসময় ফরিদপুরের প্রশাসনের পক্ষে মরদেহ গ্রহণ করেন কোতয়ালী থানার ওসি নাজিম উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রুবায়েত হায়াত শিপলু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএইচ

** পদ্মা পার হয়ে ফরিদপুরের পথে মুজাহিদের মরদেহ বহনকারী গাড়ি
** পদ্মা পার হচ্ছে মুজাহিদের মরদেহবাহী গাড়ি
** মানিকগঞ্জ পার হচ্ছে মুজাহিদের মরদেহবাহী গাড়ি
** সাভার পার হচ্ছে মুজাহিদের মরদেহবাহী গাড়িবহর
** ফরিদপুরের পথে মুজাহিদের মরদেহ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।