ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
দিনাজপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন ফাইল ফটো

দিনাজপুর: মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করাকে কেন্দ্র করে দিনাজপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।



শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার থেকে বাড়তি সতকর্তা হিসেবে দিনাজপুরের বিভিন্ন স্থানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-র‌্যাবের পাশাপাশি রাতে দিনাজপুর জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দিনাজপুরের বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছে।

এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের ১১টি পয়েন্টে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।