ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ব্যসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
কালীগঞ্জে ব্যসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ২

গাজীপুর: জেলার কালীগঞ্জে কামাল হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় দুই জনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।



শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী কামাল হোসেন উপজেলার দেওপাড়া গ্রামের শহিদুর রহমান ওরেফ লাল মিয়া ছেলে।

নিহতের চাচাতো ভাই শামসুল হক ভূইয়া জানান, রাত সাড়ে ১০টায় দিকে দেওপাড়া সেভেন রিং সিমেন্ট কারখানার সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কামাল। পথিমধ্যে দেওপাড়া রেলক্রসিংয়ের কাছে পৌঁছুলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকি‍ৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে পাঠায়। সেখান রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার দেওপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইফুল ইসলাম ও জয়নালের ছেলে কালামকে আটক করা হয়েছে।

ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।