ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁসি কার্যকর হওয়ায় বরিশালে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফাঁসি কার্যকর হওয়ায় বরিশালে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

বরিশাল: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ায় বরিশালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ।

শনিবার (২১ নভেম্বর) রাতে ফাঁসি কার্যকর হওয়ার পর নগরীর সদর রোড়, অশ্বিনী কুমার টাউন হলসহ নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের হয়।



মিছিলে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা মিষ্টি বিতরণ করেন।

এদিকে বর্তমান সরকারের সময়েই বাকি যুদ্ধাপরাধীদের বিচার হবে বলে স্লোগান দিয়ে মিছিল করে গণজাগরণ মঞ্চের সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।