ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের সমাবেশ

প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ডাকা সমাবেশের কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে কয়েক হাজার শিক্ষক প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়েছেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ এমপি।

এছাড়াও যোগ দেওয়ার জন্য মঞ্চের ব্যনারে নাম লেখা রয়েছে, ডা. রুস্তুম আলী এমপি, ফজলে হোসেন বাদশা এমপি।

সমাবেশে সভাপতিত্ব করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এশারত আলী।

সামবেশ পরিচালনা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তাপস কুমার কুন্ডু।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, এমপিভুক্ত না হওয়ার কারণে ১০ থেকে ১২ বছর ধরে ১৫ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানকারী ১ লাখ ২০ হাজার শিক্ষক কর্মচারী বিনা বেতনে মানবেতর জীবন যাপন করছে। যা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক।

তারা বলেন, এ সকল ননএমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আদায়ের লক্ষ্যে দীর্ঘ ৫ বছরেরও অধিক সময় নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম পালন করতে গিয়ে আমাদের বেশ ক`জন শিক্ষক-কর্মচারী হতাহত হয়েছেন। স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি ঝুলে থাকায় এসব নন-এমপিও শিক্ষক পরিবার সরকারের দিকে এখনও তাকিয়ে আছে।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএ/বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।