ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফাঁসি কার্যকর হওয়ায় গোপালগঞ্জে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ফাঁসি কার্যকর হওয়ায় গোপালগঞ্জে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহ‍াম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ায় গোপালগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।



সকাল সোয়া ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
 
সেখানে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
 
তিনি বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে স্বাধীনতার ৪৪ বছর পর মুক্তিযোদ্ধারা বিচার পেলেন। এতে জাতি কঙ্কলমুক্ত হলো, আর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পেল।

পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাস করেন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
আরএ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।