ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে এফপিএবি’র র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
বরিশালে এফপিএবি’র র‌্যালি

বরিশাল: ‘প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার সংরক্ষনে এফপিএবি’ এই স্লোগানে বরিশালে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি)পরিবার পরিকল্পনা প্রচার ও সেবা সপ্তাহ-২০১৫।

এফপিএবি বরিশাল শাখার আয়োজনে ২১ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয় রোববার(২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায়।



এ লক্ষে সকাল সাড়ে ৯টায় অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাউন কম্পাউন্ডস্থ নগরীর গোরাচাঁদ দাস রোডের এফপিএবি’র বরিশাল শাখার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালিতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. মোশাররফ হোসেন, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ, এফপিএবি’র বরিশাল শাখা কার্যনির্বাহী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনিছ উদ্দিন আহমেদ সহিদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলু, জাতীয় কাউন্সিলর (মহিলা) কহিনুর বেগম মুকুল, প্রোগ্রাম অফিসার মেডিকেল ডা. জয়ন্তী রানী দাস, সহকারী জেলা কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন সবুর প্রমুখ।

২১ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কর্মসূচিতে প্রতিদিন এফপিএবি’র নিজস্ব ক্লিনিকে স্থায়ী পদ্ধতি, আইইউডি, ইমপ্লানন, ভায়া ক্যাম্প ও এম আর সেবা প্রদান করা হচ্ছে।

এছাড়াও নগরীর কাইনিয়া সাবান ফ্যাক্টরি, ফকির বাড়ি ক্লাব, রহমতপুর, চরাদী, হরিনাফুলিয়া, ধর্ম্মাদী, চরকাউয়া পরিবার উন্নয়ন কেন্দ্র, পলাশপুর ও শায়েস্তাবাদে পর্যাক্রমে স্যাটেলাইট ও স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।