ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রাণভিক্ষা নিয়ে মিথ্যাচার চাল‍ানো হচ্ছে’

সিরিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
‘প্রাণভিক্ষা নিয়ে মিথ্যাচার চাল‍ানো হচ্ছে’ আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: দেশে-বিদেশে বিভ্রান্তি ছড়াতে প্রাণভিক্ষা নিয়ে দণ্ডিতের পক্ষ থেকে মিথ্যাচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


 
মন্ত্রী বলেন, আইন মোতাবেক তারা আবেদন করেছেন, রাষ্ট্রপতি ক্ষমা করেননি, আইন ও সংবিধান মোতাবেক রায় কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, আবেদনে কি লেখা রয়েছে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া প্রকাশ করতে পারবো না। রাষ্ট্রপতির অনুমতি পেলে প্রকাশ করা যাবে।

মন্ত্রী বলেন, প্রাণভিক্ষা না চাইলেও রায় কার্যকর করতে পারতাম। সুতরাং এটাকে ইস্যু বানানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী শাস্তি পেয়েছেন তারা।

তিনি বলেন, প্রাণভিক্ষার আবেদন করেনি বলে বিভ্রান্তি ছড়াচ্ছে দেশ ও বিদেশের মানুষের বিভ্রান্ত করতে, প্রাণভিক্ষা চাওয়া নিয়ে অসত্য বলছেন তারা।

আনিসুল হক বলেন, কোনো দেশের সরকারের পক্ষ থেকে চাপ ছিল না রায় বাস্তবায়নের বিপক্ষে। আর কোনো সংগঠনের চাওয়া অনুযায়ী আমাদের রায় বাস্তবায়নে প্রভাব পড়ার প্রশ্নই আসে না।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসকেএস/বিএস

** অপরাধ স্বীকার করেই প্রাণভিক্ষা
** ‘শাস্তি মওকুফে সব চেষ্টাই করছিলেন দণ্ডিতরা’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।