ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এমপিওভুক্তির আশ্বাসে রাস্তা ছাড়লেন শিক্ষকরা

স্টাফ করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমপিওভুক্তির আশ্বাসে রাস্তা ছাড়লেন শিক্ষকরা ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত শিক্ষকদের সমাবেশে উপস্থিত হয়ে এ কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ এমপি।



এ আশ্বাসের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে সকাল ১০টা থেকে কয়েক হাজার শিক্ষক প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে অবস্থান ও সমাবেশে অংশ নেন। দুপুর একটার দিকে শিক্ষদের সমাবেশস্থলে এসে প্রধানমন্ত্রীর আশ্বাসের বিষয়টি জানান আবুল কালাম আজাদ।

এর পরিপ্রেক্ষিতে রাস্তা ছেড়ে দেন ও আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা। এ সময় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এশারত আলী বলেন, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, তাই আমরা আশা করছি, শিগগিরই ননএপিও সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর এ আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলন স্থগিত করলাম।

তার বক্তব্যের পরই রাস্তা ছেড়ে দেন আন্দোলনরত শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫/আপডেট: ১৪৫২ ঘণ্টা
এসএ/আরএম

** প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।