ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সবুজের বার্তা নিয়ে সাইকেল চেপে ভারতের ৪ পর্বতারোহী বাংলাদেশে

রূপক আইচ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সবুজের বার্তা নিয়ে সাইকেল চেপে ভারতের ৪ পর্বতারোহী বাংলাদেশে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মাগুরা: জীবনে অন্তত একটি গাছ লাগান ও সেটিকেই বড় করে তুলুন-  সবুজের এই বার্তা নিয়ে সাইকেলে চেপে বাংলাদেশ ভ্রমণে এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের চার পর্বতারোহী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তারা মাগুরায় পৌঁছান।

বুধবার সকালে তারা ফরিদপুরের উদ্দেশে মাগুরা ছাড়েন। এসময় কাগজের পত্রিকার বদলে অনলাইনে সংবাদ প্রকাশেরও আহ্বান জানান তারা।

পথে বিভিন্ন স্থানে সাইকেল থামিয়ে এই চার তরুণ এলাকার মানুষকে সারা জীবনে অন্তত একটি গাছ লাগিয়ে তা দুই থেকে তিন বছর পরিচর্যা করে বড় করার আহ্বান জানান।

সাইকেল চালিয়ে কলকাতার বাসদোরনি থেকে রওনা হয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর হয়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ১১শ’ কিলোমিটারের এই যাত্রা ২৪ দিনে শেষ হবে বলে জানিয়েছেন তারা। গৌতম ঘোষের নেতৃত্বে এই ভ্রমণে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের লিপিকা বিশ্বাস, সুশান্ত দাস ও উজ্জ্বল পাল। তারা সবাই পর্বতারোহী।

দলের অন্যতম সদস্য বর্তমানে সাইকেলে চেপে বিশ্বভ্রমণরত উজ্জ্বল পাল জানান, মূলত পবর্তে চড়তে গিয়ে তারা উপলব্ধি করেছেন বায়ু দূষণের কুপ্রভাব। কিভাবে জলবায়ুর উষ্ণতা বেড়ে পাহাড় ধ্বংস হচ্ছে। প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। আর এই প্রভাব রোধ করতে গেলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মূলত পর্বতের অভিজ্ঞতাকে সমতলের মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই এই ভ্রমণ।

তিনি বলেন- আমরা অনেকেই গাছ লাগাই। কিন্তু সে গাছকে খুব কম মানুষই পরিচর্যা করে বড় করে তুলি। ফলে অনেক ক্ষেত্রেই গাছ লাগানো ফলপ্রসু হয় না। এই অবস্থায় প্রত্যেক মানুষের উচিত নিজের জীবদ্দশায় অন্তত একটি গাছ লাগিয়ে সেটিকে নিবিড় পরিচর্যা করে বড় করে তোলা। আর এই লক্ষ্যে গাছ কাটা প্রতিরোধও প্রয়োজন বলে মনে করেন তিনি।

দলের অপর সদস্য পশ্চিমবঙ্গ রেলের কর্মকর্তা লিপিকা বিশ্বাস বাংলানিউজকে জানান, অনলাইন সংস্কৃতির এই যুগে গাছ কেটে তৈরি করা কাগজ বর্জন করা উচিত। তিনি কাগজের বদলে অনলাইন সংবাদ  মাধ্যমের ওপর গুরুত্বারোপ করতে ভারত ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

এক্ষেত্রে বাংলাদেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের প্রশংসা করেন তিনি।

পশ্চিমবঙ্গের বিবর্ত ও ডিকাস্লন নামে দুইটি সংগঠনের সহযোগিতায় ২১ নভেম্বর তারা ভ্রমণ শুরু করেছেন। ১৪ ডিসেম্বর ভ্রমণ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।