ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বাসে ডাব পান, ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
বাড্ডায় বাসে ডাব পান, ঢামেকে মৃত্যু ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় বাসে ডাব পান করে অসুস্থ হয়ে পড়েন হাজী মহসীন (৫০) নামে এক যাত্রী। এরপর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতে তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মহসীন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মিরপুরে তার ছোট মেয়ের বাসা থেকে বাড্ডায় বড় মেয়ের বাসায় আসার পথে চলন্ত বাসে ডাব কিনে পান করেন। এরপর তিনি অচেতন হয়ে পড়লে বাসচালক তাকে স্থানীয়দের সহযোগিতায় বাড্ডায় নামিয়ে দেন।

জ্ঞান ফেরার পর মেয়ের বাসার ঠিকানা বললে সেখানে নিয়ে যাওয়া হয় তাকে। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিনগত রাতে হাজী মহসীনের মৃত্যু হয়।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে, বলেন পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এজেডএস/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।