ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফোবানা কনভেনশনে তুলে ধরা হবে পর্যটনকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ফোবানা কনভেনশনে তুলে ধরা হবে পর্যটনকে ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী বছরের শেষ দিকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ৩০তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানসহ এ প্রজন্মের শিল্পীরা অংশ নেবেন।



প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসেসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) আয়োজন করছে এ কনভেনশনের।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স ‍রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ২০১৬ সালের ২,৩ ও ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের শেরাটন পেন্টাগন সিটি হোটেলে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।

ফোবানা সম্পর্কে আয়োজকরা জানান, ফোবানা শুধু একটি সম্মেলনের নাম নয়। এটি হচ্ছে একটি সংগঠনের নাম। শুধু একটি সংগঠনই ফোবানার সদস্য হতে পারে, কোনো ব্যক্তি নয়। সারা বছর অনেকগুলো স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে সদস্য সংগঠনের সেবা প্রদান করা হয়।

বক্তারা জানান, বছর জুড়ে ফোবানা কনভেনশনের জন্য অপেক্ষায় থাকেন লাখ লাখ প্রবাসী। এখানে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দেয়া হয়। কনভেনশনে ট্যুরিজম, রিয়েল এস্টেট, হ্যান্ডিক্রাফটস, আইসিটি, বুকস্টলসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
 
সম্মেলনে জানানো হয়, কিছু ব্যক্তি ফোবানার নাম ভাঙ্গিয়ে ভিসা দেয়ার নাম করে প্রতারণা করে আসছে। এই প্রতারকরা বলে থাকে, তারা যুক্তরাষ্ট্রের ভিসা দিয়ে থাকে। ফোবানা সম্মেলনের জন্য টাকাও জমা নিয়ে থাকে। কিন্তু ফোবানা কোনো ভিসা দেয়ার কাজ করে না। এখানে স্টল নেয়ার জন্য অতিরিক্ত কোনো টাকাও দিতে হয় না।

বক্তারা বলেন, ফোবানা কখনো বলেনি, যে তারা কাউকে ভিসা করে দিতে পারবে। যে কোনো দেশের মতো এই ভিসা দেবার ক্ষমতা শুধুমাত্র ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের। যদি কেউ এমন ধরণের প্রতারণা করে থাকে তাহলে তার সন্ধান আমাদের জানাবেন। আইনগতভাবে ওইসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
সম্মেলনে ফোবানা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর বলেন, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকে এই কনভেনশনে।

এক্সিকিউটিভ সেক্রেটারি আজাদুল হক বলেন, ফোবানা একটি সংগঠন। এর নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোনো সুবিধা টাকার বিনিময়ে দিতে চায় তাহলে কখনো প্রশ্রয় দেবেন না। আমাদের ট্রেডমার্ক, রেজিস্ট্রেশন ও ওয়েবসাইট আছে, সেখান থেকে ফোবানা সম্পর্কে যাচাই করার সুযোগ আছে।

আয়োজকরা জানান, বাংলাদেশের পর্যটন শিল্পকে এবারের ফোবানায় তুলে ধরা হবে। এছাড়া দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফোবানা’র জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, ট্রেজারার শাহ হালিম, বিজনেস কমিটির চেয়ারম্যান রবিউল করিম বেলাল, অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ড. জয়নাল আবেদীন, হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি নুরুল আমিন নুরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
একে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।