ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পাট পাচার ঠেকাতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
পাট পাচার ঠেকাতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: সীমান্ত দিয়ে পাট পাচার ঠেকাতে বিজিবিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  

বুধবার (২৫ নভেম্বর) চোরাচালান সংক্রান্ত ৫৫তম বৈঠকে  এ নির্দেশ দেন তিনি।



বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীতে দেশের পাটজাত পণ্যের চাহিদা বাড়বে। তাই বৈঠকে সীমান্ত দিয়ে পাট পাচার ঠেকাতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, চোরাচালান ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। দেশে চোরাচালান কমেছে। মাদকের তৎপরতা রুখতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সরকার।

চোরাচালান সংক্রান্ত ৭২ হাজার মামলার মধ্যে আড়াই হাজার নিষ্পত্তি হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় তিন লাখ অভিযানে ১৩ হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এএসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।