ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অন্যদের ফাঁসাতে বিশিষ্টজনদের হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
অন্যদের ফাঁসাতে বিশিষ্টজনদের হত্যার হুমকি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগের শত্রুতার জের ধরে অন্যদের ফাঁসাতে অধ্যাপক আনিসুজ্জামান, লেখক-শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল ও ইতিহাসবিদ মুনতাসির মামুনসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

বিশিষ্টজনদের হত্যার হুমকির অভিযোগে আটক জামায়াত কর্মী আব্দুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।



মনিরুল ইসলাম বলেন, সম্প্রতি দেশের বিশিষ্টজন ও রাজনীতিবিদদের হত্যার হুমকির ঘটনায় আমরা তদন্ত শুরু করি। তদন্তে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যার হুমকির বিষয়টি নিশ্চত হওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর তেজগাঁও থেকে জামায়াত কর্মী আব্দুল হককে (২৬) আটক করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, আব্দুল হকের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তিনি জকিগঞ্জের শাহবাগ এলাকার জমিয়াতুল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি দুঃশ্চরিত্রের মানুষ হিসেবে এলাকায় পরিচিত। চরিত্রহীন কার্মকাণ্ডের কারণে তাকে মাদ্রাসার চাকরি থেকে বহিষ্কার করা হয়।

তার বিভিন্ন সময়ে সংঘটিত চরিত্রহীন কাজের খোলস উন্মোচন করেন আব্দুল হকের দুই বন্ধু সিলেটের বেসরকারি লিডিং বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থী ফায়জুর রহমান ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়েরে শিক্ষার্থী সালেহ আহম্মেদ ফুয়াদ। সেই সঙ্গে জমিয়াতুল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা সাদ উল্লাহ সাদও তার কুকর্মের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। ফলে আব্দুল হক চাকরিচ্যুত হন।

এর প্রতিশোধ নেওয়ার জন্য ‘স্প‍ুফিং’ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আব্দুল হক তার দুই বন্ধু ও মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে ফাঁসাতে বিশিষ্টজনদের হত্যার হুমকি দিয়েছেন। ‘স্প‍ুফিং’ প্রযুক্তি হলো- যার মাধ্যমে একই মোবাইল সেটের আইএমইআই নম্বর (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডইন্টিটি) ব্যবহার করে নিজে ফোন ব্যবহার করা। এতে যার আইএমইআই ব্যবহার করা হচ্ছে তিনি ফেঁসে যাবেন।

মনিরুল জানান, গত ২৯ সেপ্টেম্বর ‘স্প‍ুফিং’ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথম সাংবাদিক ও কলামিস্ট মিজানুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অব্যাহত অভিযানে তাকে আটক করা সম্ভব হয়েছে।

তেজগাঁও থানায় আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় আটক আব্দুল হককে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫/আপডেট ১৭০০
এনএইচএফ/টিআই/আইএ

** বিশিষ্টজনদের হত্যার হুমকির অভিযোগে জামায়াত কর্মী আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।