ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে অলোক সেনের অপারেশন সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
ঢামেকে অলোক সেনের অপারেশন সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: দুর্বৃত্তদের হামলায় আহত হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনের অপারেশন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার হাতে অপারেশন হয়েছে।

অলোক সেনের ডান হাতের কব্জির হাড়ে আঘাত লেগেছে, হাতের কনুইয়ের নার্ভ তিন টুকরা হয়ে গেছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল চারটার দিকে অলোক সেনকে ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুরে তার বাড়ির সামনে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। দু’জন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে কুপিয়ে পালিয়ে যায়।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গভীর রাতে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে তিনি ১০২ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান বাংলানিউজকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে অলোক সেনের দুই হাতেই ক্ষতের সৃষ্টি হয়েছে। ডান হাতের কব্জির আঘাতটি হাড় পর্যন্ত লেগেছে  ও কনুইয়ের নার্ভ তিন টুকরা হয়ে গেছে।

তার চিকিৎসায় ফলোআপে রাখা হয়েছে জানিয়ে এই চিকিৎসক বলেন, প্রয়োজন হলে তিনমাস পর আবারো অপারেশন করতে হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এজেডএস/টিএইচ/এএসআর

** ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাকে কুপিয়ে জখম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।