ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

সার্ক ফুড ব্যাংক গঠনের দাবি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সার্ক ফুড ব্যাংক গঠনের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়লেও খাদ্যের নিরাপত্তা না থাকায় সাধারণ মানুষ খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। সেজন্য খাদ্যের নিরাপত্তায় ‘সার্ক ফুড ব্যাংক’ গঠন জরুরি।



বুধবার (২৫ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে তিন দিনব্যাপী এক আলোচনা সভার শেষদিনে বক্তারা এসব কথা বলেন।

জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) ও অক্সফামের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অপুষ্টি থেকে উন্নতি লাভ করছে। আগে অপুষ্টির হার ছিল ৩৪ শতাংশ কিন্তু বর্তমানে তা   ১৬ শতাংশে নেমে এসেছে। যা অনেক ইতিবাচক।

একই সঙ্গে ‘সার্ক সিড ব্যাংক’ গঠনের কথাও বলেছেন তারা।

খাদ্য মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে বক্তারা আরও বলেন, খাদ্য অধিকারকে বিভিন্নভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে।

জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রেও খাদ্য অধিকারকে মানুষের সুস্বাস্থ্য এবং জীবনযাত্রার মানোন্নয়ন ও সার্বিক কল্যাণের নিয়ামক হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অক্সফামের প্রকল্প পরিচালক এম বি আখতার বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগপ‍ূর্ণ উপকূলীয়  এলাকা ও হাওর‍াঞ্চলের মানুষের মধ্যে অপুষ্টি লক্ষ্য করা যায়। খাদ্য নিরাপত্তা আইন যদি থাকে তবে মানুষের অপুষ্টির হার আরও কমানো সম্ভব হবে।

আলোচনায় বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) টেকনিক্যাল উপদেষ্টা নোয়াকি মিনামিগুচি, ভারতের অনুরাধা তালওয়ার, নেপালের ড. কৃষ্ণা পাওডেল, পাকিস্তানের ইমতিয়াজ আলী গোপাল প্রমুখ বক্তব্য দেন।

আলোচনায় বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তানের ২২ জন প্রতিনিধি অংশ নেন।

গত ২৩ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এ আলোচনা অনুষ্ঠান বুধবার শেষ হয়।

বৈঠকে জানানো হয়েছে, খাদ্য নিরাপত্তা বিষয়ক পরবর্তী আলোচনা আগামী বছরের ১৬ ও ১৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএস/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।