ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৪টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
গাজীপুরে ৪টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ৪টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওইসব গুদামের ঝুট ও মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।



জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে কোনাবাড়ী নতুন বাজার এলাকায় আলী হোসেনের ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে মুর্হূতের মধ্যে আগুন পাশে রাজ্জাক মিয়া ও বাদশা মিয়ার ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।

এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ লাখ ‍টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।