ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): তিন দিনের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের যৌথ সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের জলপাইগুড়ি জেলার জেলা ম্যাজিস্ট্রেট পৃথা সরকারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দলটি বাংলাদেশে আসেন।



দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বীসহ প্রশাসন, কাস্টমস ও পুলিশের স্থানীয় কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সেখানে ভারতের বিএসএফ, পতিরাম ১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক জোতিন্দর সিন্ধু এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে প্রতিনিধি দলটি কিছু সময় কাটান এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শনিবার (২৮ নভেম্বর) থেকে ৩০ নভেম্বর সোমবার পর্যন্ত দিনাজপুর জেলায় সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন শেষে ওই দিনই বিকেলে ভারতের প্রতিনিধি দলটি একইপথ দিয়ে ভারতে ফেরার কথা রয়েছে।

সম্মেলনে চোরচালান, নারী ও শিশু পাচার, সীমান্ত হত্যা, সীমানা জটিলতা, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

ভারতের ১৩ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, ভারতের জলপাইগুড়ি জেলার ডিএম পৃথা সরকার, এসপি আকাশ মাঘারিয়া, দার্জিলিং জেলার ডিএম অনুরাজ শ্রিবাস্তব, এসপি অমিত পি জাভালজি, মালদা জেলার ডিএম শরদ কর্মকার, এসপি প্রসুন বন্দোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলার ডিএম রনধীর কুমার, এসপি সৈয়দ ওয়াকার, দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম তাপস চৌধুরী, এসপি শিশরাম জাজারিয়া, কোচবিহার জেলার ডিএম ডক্টর পি উলাঙ্গানাথান, এসপি রাজেশ কুমার, শিলিগুড়ি জেলার ডিসিপি শিয়াম সিং।

ভারতের মালদা জেলার এসপি প্রসুন বন্দোপাধ্যায় সাংবাদিকদের জানান, সীমান্ত সম্মেলনে যোগদিতে ভারতের উত্তরবঙ্গের সাতটি জেলার ডিএম এসপিরা এখানে এসেছি। সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। সৌহার্দ বিনিময়ের মাধ্যমে দু’দেশের সম্পর্কের উন্নয়ন হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত দিনাজপুরে বাংলাদেশের ৯টি জেলা এবং ভারতের সাতটি জেলার ডিসি/ডিএম এবং এসপি পর্যায়ের যৌথ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর অংশ হিসেবে ভারতের প্রতিনিধি দল হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন। রোববার মূল সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার আবারও তারা একই পথ দিয়ে ভারতে প্রবেশ করবে। সম্মেলনে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।  

পরে হিলি ইমিগ্রেশনের চেকপোস্ট ও হিলি কাস্টমসে পাসপোর্টের সব আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১১টায় ভারতের প্রতিনিধি দলটি দিনাজপুরের উদ্দেশে হিলি ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।