ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
তাড়াশে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে জান্নাতী বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সোলাপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।



জান্নাতী দক্ষিণ সোলাপাড়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী ও সলঙ্গা থানার আগরপুর গ্রামের তফিজ মণ্ডলের মেয়ে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক অনুজ কুমার সরকার বাংলানিউজকে জানান, বাড়িতে গৃহবধূর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকেলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে সন্দেহ রয়েছে। তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হলেও ঘরে বিষ পাওয়া গেছে।   ময়নাতদন্তের পর এ মৃত্যুর মূল রহস্য উদঘাটিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।