ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সামাজিক ব্যবসার নতুন বইয়ের মোড়ক খুললেন ইউনূস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
সামাজিক ব্যবসার নতুন বইয়ের মোড়ক খুললেন ইউনূস ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সামাজিক ব্যবসার শক্তি’ নামে সামাজিক ব্যবসার উপর নতুন একটি বই প্রকাশিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) রাজধানীর ইউনূস সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।



ইউনূস সেন্টারে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত এমএফএম আমীর খসরু বইটির লেখক।  

এমএফএম আমীর খসরু দীর্ঘদিন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। একইসঙ্গে বিভিন্ন সামাজিক ব্যবসার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছেন।

অনন্যা প্রকাশনীর প্রকাশনায় সামাজিক ব্যবসার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে।

সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক ও গবেষকদের বিষয়টি মাথায় রেখে বইটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।